Yaman

ইমন।

সায়ন।


যদি হতেম ইমন,

নি আর রে এর করে দিতাম মিল।

ষড়জটাকে দিতাম করে বাদ।

যদি এসে পড়ে কখনো সে।

এমনি করে বকে দিতেম কষে,

আর যেনো ভুল না হয় কখনো।

আমার মাঝে এসে পড়োনা যেন।


বেশ তো ছিল আরোহনের সুর,

রে মা ধা নি বড়ই সুমধুর।

কিন্তু চলতে গিয়ে সুরের পথে,

ফিরতে যখন চেয়েছিলেম আমি।

জানো?

মুচকি হেসে,

ষড়জ বাবু এসে,

বললেন "থামাও দেখি অবরোহন খানি,

আমি তো তুচ্ছ, তুমি তো অনেক দামি।"


আমি যে ইমন বেজায় মুখটি করে,

শেষ ভরসা ষড়জের উপরে।

কেঁদে কেটে জোরে,

পা মা গা রে করে,

ষড়জ বাবু তোমার দোহাই,

এ ভুল হবে না কখনো।

নি ধা নি রে সা বলে ইমন ধরবো আমি জেনো।


এবার যদি বসতে এসে,

একটু খানি মুচকি হেসে।

ভরিয়ে দিতে অবরোহনখানি,

আমি ইমন, তুমি ষড়জ।

তোমায় আমি মানি।