Poila Boisakh

পয়েলা বৈশাখ।।

সায়ন


আজ নতুন এর খাতায় নাম লিখাতে এসেছি,

পুরনো যত কলঙ্ক মুছে যাবে আজ,

আর আছে জীবনের যত গ্লানি

তোমার স্নেহের স্পর্শে হয়ে যাবে ম্লান।


আবার এক চৈত্রের বিষন্ন বিদায় বেলায়,

বৈশাখের প্রথম পত্র উড়ে এসে,

বলেছিল-”মুক্ত হল তোমার দ্বার”।


পৃথিবীর সমস্ত যন্ত্রণা হতে মুক্তি পাবো আজ,

কি উল্লাস সেই।

নতুন করে বাঁচবো আমি বৈশাখের শুভক্ষণে।

সে যে ডাক দিয়েছে মুক্ত হওয়ার।

নিয়মের যত শৃঙ্খল ভেঙে দাও আজ।

ভেঙে দাও বারবার।