সৌমিত্র।
সায়ন।
চলতে হবে আরও অনেক দূরে,
যেখানে দূর নীলিমার সাথে,
দেখা হবে।
সেখানে দুইদন্ড হবো স্থির।
যেখানে তোমার আমার মাঝে দূরত্বের অসীম প্রাচীর।
এ পথ তো পথ নয়,
জীবনের সংগ্রামে রক্তমাখা রণক্ষেত্র যেন,
জীবনের টানাপোড়েনের মাঝে
একটুকরো প্রাণ খুঁজে পাওয়ার আশ্বাস প্রতিদিন।
অনেক দশক হলো অতিক্রান্ত,
অন্তিমের অন্ত হলো আজ।
আমি আর আসবোনা।
কেউ কি ফিরে আসে?
না! আসেনা।
চলার পথে কথা দেয় যারা ফিরে আসার,
তারাই তো কথা রাখেনা, ফিরে আসেনা।
সবাই হারিয়ে যায় এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে,
প্রতিশ্রুতি গুলো উপহাস হেসে চলে যায়,
মিলিয়ে যায় স্মৃতির পুরোনো অধ্যায়ে।
কেউ ফিরে আসেনা।
কেউ কথা রাখে না।
আমিও তেমন হারিয়েছি চিরঘুমের দেশে,
এখানে আমার চির অবসর।
একে একে যখন দেখি,
তোমাদের কোলাহল থেকে চলেছি বহুদূর হতে বহুদূর।
এ পথ সুদূর গ্রহ তারা তিমিরের মাঝে
বিভক্ত হয়ে গেছে।
চলে যেতে হবে বন্ধু, আরো দূর দূরে,
যেখানে শেষ হবে আমার সংগ্রাম,
যে যায় সে যায়, ফিরে আর আসে না।
তবু আমি কথা দিয়ে যাবো,
যদি কথা দেওয়া যায়,
চলার পথের ধারে, যেটুকু কুড়াবো,
সেই টুকু নিয়ে,
"আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে,
এই বাংলায়"।