|| বসন্ত ||
সায়ন
হে বসন্ত,
তোমার প্রতি প্রভাতে, জীবনের প্রতিটি অধ্যায়,
উর্মিছে শান্তিধারা, চারিদিক বহে মৃদু বায়।।
চম্পক চামেলী কলি, আরও শত শত পুষ্পরাশি।
পলাশ প্রান্তর কিবা, কুহু কেকা উঠিছে উল্লাসি।।
তোমার হৃদয় রাগে, পরজের প্রথম রাগিণী।
হিন্দোল উদ্ভাসি উঠে, নবীনের এ দৈববাণী।।
যেথায় যুগল যত, তোমার পরশে লহে প্রাণ।
মৃতপ্রায় প্রেম যত, নবরূপে করে অবস্থান।।
প্রথম যৌবনে যারা, যৌবনেরে আস্বাদন করি।
উল্লাস আস্ফালনে, বারে বারে হাস্যলহরী।।
নারী ও পুরুষ যেথা, সংসারের অলিখ বিধানে।
যেরূপ মিলিছে সবে, সেরুপে জগতের প্রাণে।।
পুরুষ পুরুষে মিলে, নারী নারী মিলে যদি হেথা।
প্রেম যদি হয় জয়ী, নারী পুরুষের ভেদ বৃথা।।
যেথা যত ভগ্ন হৃদয়, তোমার পরশে লহে প্রাণ।
অবিশ্বাস আছে যত, গ্লানি, ঘৃণা যদি রে অম্লান ।।
অসীম আকাশে আজি, আবিরের রামধনু ভাসে।
উজ্জ্বল অর্কজ্যোতি, লুপ্তপ্রায় সে বর্ণ পাশে।।
স্তব্ধ বাতবাকাশ, কুহু স্বরে মদিরা মুখর।
তোমার স্নিগ্ধ ভুজে, প্রশান্তির বসতি অমর।।