প্রেম।
সায়ন।
অমৃত শশী আজি উঠিছে আধাঁরে,
প্রিয়তম লাজ রাখি, এসো এ আলয়ে।
কৌমুদী রজনী যদি স্নিগ্ধ শশধরে;
কুমুদ রঞ্জন করে, অভিসার লাগি।
বাতায়ন ভেদি আলো প্ৰকাশিল পলে,
অপূর্ব সুন্দর আঁখি উজ্জলিয়া উঠে,
কাজলের রেখা তাতে শোভিছে, সুন্দর।
আহা! তাতে শোভা কি যে, কি কব তাহারে।
হাতে হাত পরশের দ্যুতি আজ বেগে,
অম্লান এ চারিধার, তোমা পানে চাহি।
যত বীর, যত বড়, হোক নত শির,
এ অশেষ অপার্থিব সুন্দরের কাছে।
রুদ্ধ দুয়ার আজ, শূন্য চারিধার,
কপোত কপোতী চুমে কম্পিত নিশ্বাসে,
বাহু পরে সুখ খুঁজি, ভরসার আশা,
মত্ত প্রবল তারা আরও আরও আজি।