বছর খানেক পরে
সায়ন
বছর খানেক পরে,
আবার যেদিন দেখা হলো।
না বলা কথা যত,
ভালোলাগা আর যত অভিমান,
বলতে চেয়েছিলাম।
মনে হলো আরও একবার
হাত দুটো ধরে, ভেঙে পড়ি।
আরও একবার প্রতিশ্রুতি দিই।
কিন্তু কথা যে এলোনা,
হাত পা থেমে গেলো,
আর কিছু না বলাই থাক।
তোর পথ আর আমার,
দুটোই একদিকে নয়।
ভাবলাম, রাস্তার বাঁক গুলোর মতন
কোনো এক বাকে দেখা হয়েছিল।
জীবনের জনস্রোতে সে বাক পেরিয়ে এসেছি কবে,
তা আর মনে রাখি নি।
রাখার যে প্রয়োজন ও নেই।
"যা যায় তা ফিরে যে আসেনা"
কে যেন বলেছিল।
মনে নেই।
আমি বলি, আমি ভাবি অন্য এক কথা
"জীবনের পথে যেটুকু না পাওয়া
সেটুকুই প্রেম"।