Vijaya Dashami

 বিজয়া দশমী|

সায়ন।


এসো মা,আবার তুমি,একবৎসর পরে;

সে আশাতে সন্ততিরা পথ পানে চাহি

রহিবে বসিয়া মাতঃ। তোমার মুরতি

পরে দুখ জলাঞ্জলী দেয় বারেবারে।

হাসিছ খেলিছ মাগো নিয়ত স্বরুপে

তিনদিন স্বর্ণদীপে অধিরুপা হয়ে;

হায় মহামায়া আজি কী মায়ার জালে

মোহিত করিয়া ছিলে শ্রী ভুবন লোকে।

যাও যদি তবে কেন বিছাও মায়ারে?

তোমার অপার স্নেহ ভুলিবা কেমনে?

হায় বিধি! এই যদি থাকে এ বিধানে,

কাটিব বিধান সেই রাখিব মায়েরে।

নাহি যেতে দিব তোরে শূন্য করে ঘরে,

বাধিয়া রাখিব তোর চার সন্তানেরে।

তবুও নিয়তি হায় বারেবারে কহে

চলে যে যেতেই হবে এ আলয় হতে।

আবার আসিস মাগো ক্ষুদ্র ক্ষীণ পদে

শিউলি ছোপানো পথে, শাপলা মৃণালে

লয়ে ,মায়ারুপা মোহা,আদরিনী তোরে

রাখিয়া দিব মা তোমে,চিরকাল তরে।।