পরিশেষে।
সায়ন।
প্রতিদিন স্রোত আসে স্রোত যায় কত।
তরঙ্গ তারই মাঝে করিছে বিক্ষত।।
তবুও সাগর বহে অনন্ত সময়ে।
বিপুল সে বারিরাশি লহিয়া নির্ভয়ে।।
অতলে রহে রে তার যত মণি রাশি।
না পায় সন্ধান কেহ, খুঁজিবারে আসি।।
বিশাল এ পারাবারে কুল নাহি কোথা।
এ অসীম প্রেমাগারে প্রেমের শূন্যতা।।
কারে দিবে কেবা লবে সে মুকুতারে।
কে সহিবে মানিক্যের প্রবল জ্যোতি রে।।
যারে করি পরম আদরে দিয়ে স্থান।
গঞ্জিবে আমারে পাহি শুক্তির সন্ধান।।
তাই এই পারাবারে প্রবেশ নিষেধ।
মৃত্যু হানিবে যদি কেহ করে ভেদ।।
অপূর্ণ রহিবে যদি থাকে তাই ভালে।
শান্তির সমাধি রবে, সলীল অতলে।।
আসিবে একদা ফিরি, খুঁজিবে সেথায়।
দেখিবে বঞ্চিত সেই চির নিদ্রায়।।
খুজিবে মুকুতা সব রয়েছে কোথায়।
দেখিবে তারাও সব বিলীন ধুলায়।।
পড়িবে অশ্রুজল শেষে একবিন্দু।
তাহাও মিশিয়া যাবে এ অসীম সিন্ধু।।