ফিরে দেখা।
সায়ন।
একটুকরো আলো,
আঁধার করা রাতের মাঝে একটুকরো আলো।
হিমশীতল ঐ শীতের পথে কুয়াশায় ভেজা ফুটপাথ,
কিবা সদ্য ডুবন্ত সূর্যের বিকেল হওয়া গঙ্গার ভেজা হাওয়া।
গোছানো চুল এক লহমায় করলো এলোমেলো।
আমি কবি?
কাব্য করছি কেনো হেসে হেসে?
আমিও ভালোবাসতে পারি?
ভুল করেছি ভালোবেসে?
এখন সবাই চুপ,
ঘাট বলবে এসে, মুচকি হেসে
দেখেছিলাম তোদের প্রেম।
মিসলি না একসাথে কখনই কিন্তু মিশে গেলি সবথেকে বেশি,
ভালোলাগার জালে পড়লি দুটোই ফাঁসি।
আরও যত সাক্ষী আছে,
ফুটপাথ যত, রাস্তা আছে যত
হেঁটেছি শক্ত হাতে ধরে,
আজ কাব্য করে,
বলছি আমার মত।
দিন যাবে, ঘুরবে বছর
ঘুরবে তোমার, আমার জীবন,
কালের কলে কি যে হবে, কি না হবে
কে বা জানে,
সময় গেলে সইবে সবই,
গা সওয়াতাই যে সবকিছু,
বড়ো হব আরও সবাই,
শুধু আছে যত স্মৃতি, নেবে পিছু।
ধরো, এমনই এক বাদল দিনে,
বাইরের বজ্রনিনাদ কম্প,
আর অঝোর ধারায় বৃষ্টি।
সেই কি অনাসৃষ্টি।
জানলা খুলে ভিজে হাওয়ায় একপারেতে কাদছি আমি,
অন্যপারে কাদছিস তুই।
মাঝে কিসের এক অদৃশ্য বাঁধা,
এক অসীম আড়াল,
চৌকাঠ পেরানো যে মানা,
তোর ও সেটা জানা।
সবই আছে, শুধু যত জ্যান্ত অভিমান,
কেউ ভোলানোর নেই,
ভাবতে পারিস?
ধরেই নিলাম,
নতুন বসন্ত এসেছে সবে,
নতুন আবির,
এই বসন্তে আর নেই মহামারির হাতছানি,
কিন্তু কোথায় যেন হারিয়েছে সবকিছু।
তোর হাতেতেও উঠলো আবির,
আমার হাতেও তাই,
শুধু রইলো মাঝে দূরত্বের দূর এক প্রাচীর।
জীবনের বাঁধা আছে যত,
মনে হয় দূর করে সব
সময়ের অশনি সংকেত
উপেক্ষা করে,
মিলি আজ সবের মাঝে আনন্দ উৎসবে।
কি পেলাম, কে না পেলাম,
যে হিসেব কেউ রাখেনা,
যে বোঝা কেউ বয়না।
সব ভুলে আমিও যাই চলে,
একলা বাউল গান গেয়ে যেভাবে হারায় মাটির সুরে।
এতো কোলাহল চারিদিকে আজ,
তার মাঝেও যে সেই এক সুর
যে সুরেতে ষড়জ মেলাই আমি।
তুই যে সেই দামেতেই দামী।
আবার যদি দেখা হয়,
না হয় অসময়।
জাপটে ধরে বলবি এসে ভালোলাগার কথা।
তখন না হয় আবার জ্বলবে চারিধারের আলো,
ফিকে হবে রাতের অন্ধকার।
সূর্য গোলক উঠবে অট্ট হেসে
উঠবে সব পাখির কলতান।
এই তো আমার হারানো শহর,
এই সেই একসাথে হাঁটা পথ।
এই তো সেই রেস্টুরেন্ট, খাওয়ার দাওয়ার যত।
সবই আছে ঠিক আগের মতন।
তুইও আছিস আমার সাথেই এক।
শুধু জীবনের শেষ দিকে আমরা দুজন,
আর কিছু নেই পাওয়ার,
আর কিছু নেই চাওয়ার।
দেনা পাওনার অঙ্ক গুলো অন্য জাগায় মিলিয়ে দিয়ে
অবসর নিয়েছি আমরা দুজন।
আজ সবটুকু নিঃশেষ।
তাও যেটুকু পড়ে
পাওয়ার প্রত্যাশা
আর প্রচুর ভালোবাসা।