নিসর্গ।
সায়ন।
প্রবল তপ্ত ঝলি ভীষণ গরজে,
বিজলিত ধরাতলে গম্ভীর খরজে।
নিনাদে শঙ্কাসম; সৌদামিনী জ্যোতি,
মোহিত করিল আজি মন্দ্র ষড়জে।
অশনি অশ্ববেগে ধায় রে গতিতে,
দুর্দম শক্তিশেল যেন নির্নিমেষে
করিয়াছে হাহাকার; সরব কম্পনে।
কিবা কব কি শক্তি অশনি পতনে।
(বি দ্রঃ নিসর্গ একটি ঘূর্ণিঝড়ের নাম, এখানে কবিতার নাম, ঝড়ের নামেই কবিতার নামকরণ হয়েছে)