Parinam

পরিণাম 

সায়ন


হায় একলব্য,

কি দোষে তোর এই পরিণাম,

ত্যাগিল দ্রোণাচার্য ভবিষ্যতের ভয়ে,

পাছে অর্জুন এর প্রতাপ শিখর,

এ শিশু নাহি লয় কেড়ে।

ব্যাধ পুত্র বলে, গঞ্জনা উজারি,

ভয়ঙ্কর গুরুদন্ডে দণ্ডিত করি।

দ্রোণাচার্য কহিলেন -

বৎস, চাই গুরুদক্ষিণা এবে,

কিছু নাহি লব, শুধু

দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি,

এটুকুই লয়ে চলে যাবো'।


গুরুপ্রেমে অন্ধ একলব্য

গুরুবাক্য মানি,

বৃদ্ধাঙ্গুল কাটি গুরুপদে করিল সমর্পণ।

শোণি স্রোতে ভাসিল জগৎ।

সেদিনে ও হেরেছিল গুরুর পক্ষপাত,

অর্জুনকে শ্রেষ্ঠ করার অসীম উদ্দেশ্য

সেদিনই হয়েছিল মৃতপ্রায়।


হায় একলব্য।

এ জগতে আজও সেই ধারা বয়েছে প্রতিদিন।

সাগরের অনন্ত গতিরে

পাথর ঠেকায়,

এ সাধ্য আছে তার?

আছে কোনো সংশয়?

কীর্তিমান করেছে যারে স্বয়ং ভগবান,

দ্রোণাচার্য গুরুকুলেরে তার কিসের ভয়?