Ontorongo

অন্তরঙ্গ।

সায়ন।


কুহক কুহেলি স্বরে আদ্র আশাতে,

সিক্ত নয়নে অশ্রুবিন্দু ধারাপাতে;

তৃষাতুরা ক্লেশহীনা নিত্যদিন জাগি

তপ্ত, বাসনাহীন দোলগজগতি।

সমুদ্র তরঙ্গবলী সফেন উচ্ছাসে ,

অসীম অপার লোকে বৃথা শব্দ তোলে।