Kali

কালী।

সায়ন।


দেখো চেয়ে

নিথর পাষাণ মূর্তি মুন্ড অসি ধরি,

নিপাতে মুন্ড যে পাষণ্ড অরি।

রক্ষে নাকি জীবকুল ধ্বংস করি পাপে;

আদরে রাখে রে নাকি ভালো পরিজনে।

কালী নামে ডাকে তারে ভব সংসারে;

সংসার রক্ষে সদা কৈবল্যদায়িনীsহট্রার

নিস্কলুষ যে জন তারে রাখে সযতনে,

কলুষিত জিবে নাশে কৃষ্ণঅসিধারী।

অট্টহাসি রাশি রাশি দূর্দমেও দমে

পাতকের পাত হয়, না পারে সহিতে

তারে। ভয়ে কম্পমান ত্রিভুবন জানে।

কালগ্রাসী কালী তিনি ভয়ংকরী অতি।

ক্রিং ক্রিং শবারুঢ়ে প্রলয়ের গতি

নিপাতে শুম্ভে আর নিশুম্ভ পতিরে।

যে জন দেখেছে এই করালগ্রাসিরে

ধুলায় মলিন করি অরি রক্তবীজে।

পান করি সেই শোণি মদোল্লাসে মাতি

সর্বনাশী নাশ করে পাপিষ্ঠ দানবে।

অতিকায় কৃশদরী রক্ষিছে সংসারে।